কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
শাহরাস্তি (রঃ) মাযার মসজিদ, দীনবন্ধু আশ্রম, সর্বানন্দ ঠাকুর আশ্রম, কালীমন্দির, নিজ মেহার সাহাপুর চৌধুরী বাড়ির দুর্গ, নাওড়া, পরানপুর ও বড়ুলিয়া মঠ, শাহরাস্তি বোগদাদী শাহ শরীফ (রঃ) মাযার।
ঐতিহাসিক ঘটনাবলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নাওড়া, সূচীপাড়া এবং উনকিলার পূর্বাংশে বেলপুরের কাছে মিত্র বাহিনীর সাথে পাকবাহিনীর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মিত্র বাহিনীর ১৩ জন এবং পাকবাহিনীর ৩৫ জন সৈন্য নিহত হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩০০, মন্দির ৫, তীর্থস্থান ১, মাযার ২।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৭.৩০%; পুরুষ ৫৬.৮৩%, মহিলা ৫৭.৭৪%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় (১৮৯৯), ধামরা উচ্চ বিদ্যালয় (১৯১৩), উনকিলা উচ্চ বিদ্যালয় (১৯১৭), মেহার উচ্চ বিদ্যালয় (১৯১৯), শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৪), চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় (১৯১৯), চিতসি আর এম উচ্চ বিদ্যালয় (১৯৩০), নুনীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা (১৯৩১)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস