Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

         শাহরাস্তি  উপজেলাঃ  চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ পুর্ব অংশের ০৮ টি ইউনিয়ন নিয়ে হযরত শাহজালাল (রহঃ)-এর একজন বিশিষ্ট সাথী মহান আধ্যাত্মিক সাধক হযরত রাস্তি শাহ (রঃ)-এর নামানুসারে ১৯৭৮ সানের ১৩ মার্চ শাহরাস্তি উপজেলা গঠিত হয়। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমনে রাস্তি শাহ কুমিল্লা এবং নোয়াখালী এলাকায় ইসলাম প্রচারের জন্য এসে মেহার শ্রীপুরে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ড; এনামুল হকের মতে, ১৩৫১ সালে মেহার অঞ্ছলে এসেছিলেন আউলিয়া রাস্তি শাহ। শ্রীপুরেই বর্তমান কালীবাড়ির সন্নিকটে একটি আস্তানা নির্মাণ করে সাথীদের নিয়ে ধর্ম প্রচার  করেন রাস্তি শাহ। আর তার নামানুসারে শাহরাস্তি নামকরণ করা হয়।

         শাহরাস্তি  থানা সৃষ্টি ১৯৭৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। শাহরাস্তি উপজেলার আয়তন ১৫৪.৩১ বর্গ কিলোমিটার। ০১টি পৌরসভা, ১০টি ইউনিয়ন এবং ১৭৫টি গ্রাম নিয়ে গঠিত শাহরাস্তি উপজেলা।