Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

অবস্থান

শাহরাস্তি উপজেলার উত্তরে চাঁদপুর জেলার কচুয়াকুমিল্লা জেলার বরুড়া উপজেলা অবস্থিত। এছাড়া দক্ষিণে নোয়াখালীলক্ষ্মীপুর জেলার চাটখিলরামগঞ্জ উপজেলা, দক্ষিণ পূর্বকোন বেগমগঞ্জ উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

উপজেলাটিতে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। একমাত্র পৌরসভাটি হচ্ছে শাহরাস্তি পৌরসভা। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছেঃ

  • পশ্চিম চিতোষী
  • পূর্ব চিতোষী
  • উত্তর মেহের
  • দক্ষিণ মেহের
  • উত্তর রয়শ্রী
  • দক্ষিণ রয়শ্রী
  • উত্তর সূচিপাড়া
  • দক্ষিণ সূচিপাড়া
  • টামটা উত্তর
  • টামটা দক্ষিণ

ইতিহাস

১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.) নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।

জনসংখ্যার উপাত্ত

২০০১ সালের আদমশুমারী অনুযায়ী এ উপজেলার মোট জনসংখ্যা ২,০৩,৯৫২ জন। যার মধ্যে পুরুষ - ৯৮,৮৩০ জন এবং মহিলা- ১,০৫,১১২ জন।

কৃতী ব্যক্তিত্ব

  • রফিকুল ইসলাম (বীর উত্তম)
  • আই.জি জনাব মোঃ হোসাইন আহাম্মদ__শাহরাস্তি উপজেলার প্রতিষ্ঠাতা।
  • ডঃ আব্দুস ছাত্তার সাহেব__শাহরাস্তি উপজেলার প্রতিষ্ঠাতা।

বিবিধ

এ উপজেলার আয়তন ১৫৪.৩১ বর্গ কি. মি। নির্বাচনী এলাকা হলো ২৬৪, চাঁদপুর -৫। মোট ইউনিয়নের সংখ্যা ১০টি, হাট বাজার ২৯টি, ব্যাংক১৩টি

দর্শনীয় স্থান

  • শাহিরাস্তি (রহ.) মাজার শরীফ
  • শ্রী শ্রী মেহার কালিবাড়ী
  • খিলা বাজার ব্রীজ
  • চিকটিয়া ব্রীজ
  • নোয়াগাঁও ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ
  • ডাকাতিয়া নদী।