শ্রী শ্রী মেহার কালীবাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার শাহ্রাস্তি উপজেলার অন্তর্গত মেহার নামক গ্রামে অবস্থিত এক অনন্য সাধারণ শক্তিপীঠ, এক পরম পুণ্যময় স্থান । এখানে এসে মানুষ পায় মায়ের স্নেহভরা আদরের পরশ, নিমিষে দূর হয়ে যায় জড় জাগতিক যন্ত্রণা, হয় ভবযাতনা ।
শুধু বাংলাদেশ নয়, ভারত নয় । মেহার কালীবাড়ি সমগ্র বিশ্বের মধ্যে একমাত্র দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠ স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস