শাহরাস্তি পৌরসভাধীন সাহাপুর গ্রামে।।
রিক্সা বা সি এন্ড জি করে শাহরাস্তি উপজেলা পরিষদ থেকে যাওয়া যায়।
প্রায় পাঁচশ’ বছরের প্রাচীন একটি রাজবাড়ি রয়েছে শাহরাস্তি উপজেলার সাহাপুর গ্রামে। সাহাপুর ছিলো প্রাচীন মেহের পরগণার রাজধানী। এখানে রয়েছে রাজাদের প্রাসাদ, রাজবাড়ি প্রাচীর, পাহারা চৌকি, ঠাকুরমন্দির, দুর্গামন্দির, নাট্যশালা প্রভৃতি। সোনারগাঁও রাজ্যের দু’আনা অংশের মালিক ছিলো দাশরাজ বংশ।
রাজা শিবানন্দ রায় এই বংশের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সাধক জটাধরের পিতা। সদানন্দের ১০ম পুরুষ। সাহাপুরের শ্রেষ্ঠ জমিদার প্রয়াত ভুপেষ রায় চৌধুরী। তার জন্ম ১৩১৭ বাংলা সালের ২ আশ্বিন। পিতা মৃত হরকুমার রায় চৌধুরী। তিনি জানান, ছয়শ’ বছর পূর্বে এই রাজবংশের প্রতিষ্ঠাতা শিবানন্দ খাঁ নিজমেহের হতে সাহাপুর আসেন এবং এই রাজবাড়িটি নির্মাণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS